More

    মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পরিচ্ছন্নতা কার্যক্রম

    ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন মুন্সিরহাট রোডের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও ময়লা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক।

    আজ বুধবার দিনব্যাপী মুন্সিগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা ভিত্তিক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    কার্যক্রমে অংশগ্রহণ করেন, পৌরসভার ১০ জন পরিচ্ছন্নতা কর্মী, বিডি ক্লিন-এর ৫ জন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট-এর ৫ জন স্বেচ্ছাসেবক এবং ব্র্যাকের ৫ জন প্রতিনিধি।

    কার্যক্রমটি সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনএমইপি), সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি), স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ব্র্যাক-এর যৌথভাবে বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য” শীর্ষক সমন্বিত উদ্যোগের অংশ।

    কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো- জলবায়ু-সংবেদনশীল রোগ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সক্ষমতা গড়ে তোলা এবং কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা।

    পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয় এবং এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসা ও আশপাশ পরিষ্কার রাখা এবং প্রতিটি নাগরিককে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়।

    • মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

      আজ সোমবার (১২ জানুয়ারি) পুলিশ লাইনস্ শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় ডিসেম্বর-২০২৫ মাসে জেলার আইন-শৃঙ্খলা…

    • হৃদরোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু

      মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক বাছির উদ্দিন জুয়েল (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার বিকাল পাঁচটার দিকে তিনি বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন। পরে সহকর্মী সাংবাদিকদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে আবার…

    • মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পরিচ্ছন্নতা কার্যক্রম

      মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পরিচ্ছন্নতা কার্যক্রম

      ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন মুন্সিরহাট রোডের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও ময়লা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। আজ বুধবার দিনব্যাপী মুন্সিগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা ভিত্তিক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কার্যক্রমে অংশগ্রহণ করেন, পৌরসভার ১০…

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_img