More

    মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পরিচ্ছন্নতা কার্যক্রম

    ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন মুন্সিরহাট রোডের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও ময়লা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক।

    আজ বুধবার দিনব্যাপী মুন্সিগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা ভিত্তিক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    কার্যক্রমে অংশগ্রহণ করেন, পৌরসভার ১০ জন পরিচ্ছন্নতা কর্মী, বিডি ক্লিন-এর ৫ জন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট-এর ৫ জন স্বেচ্ছাসেবক এবং ব্র্যাকের ৫ জন প্রতিনিধি।

    কার্যক্রমটি সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনএমইপি), সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি), স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং ব্র্যাক-এর যৌথভাবে বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য” শীর্ষক সমন্বিত উদ্যোগের অংশ।

    কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো- জলবায়ু-সংবেদনশীল রোগ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সক্ষমতা গড়ে তোলা এবং কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা।

    পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয় এবং এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসা ও আশপাশ পরিষ্কার রাখা এবং প্রতিটি নাগরিককে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়।

    • মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পরিচ্ছন্নতা কার্যক্রম

      মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পরিচ্ছন্নতা কার্যক্রম

      ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন মুন্সিরহাট রোডের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও ময়লা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। আজ বুধবার দিনব্যাপী মুন্সিগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা ভিত্তিক এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কার্যক্রমে অংশগ্রহণ করেন, পৌরসভার ১০…

    • ggggggggggggggggg

      ggggggggggggggggg

      wsegewewegegwegeewgfggggggggggggggggggggggggggggggggg

    • McVities Digestive Biscuits Advert – Kittens

      McVities Digestive Biscuits Advert – Kittens

      Documentary Now! is a miracle of a TV show. I still can’t quite believe it exists, let alone is now on the cusp of airing a third season. The IFC series was created by Fred Armisen, Bill Hader, Seth Meyers, and Rhys Thomas as a love letter of sorts to the documentary genre, as each…

    Leave a reply

    Please enter your comment!
    Please enter your name here

    spot_img